জীবনযাপন

শারীরিকভাবে প্রতিবন্ধী স্পর্শ শাহ’র বিশ্বরেকর্ডের রহস্য

1
sparsho shah

কিছু করার ইচ্ছা এবং অধ্যাবসায়ের ফলে যে কোনো কাজেই সফল হওয়া যায়। তারই প্রমাণ স্পর্শ শাহ।

স্পর্শ অস্টিওজেনেসিস ইমপারফেক্টা বা ভঙ্গুর হাড়ের রোগে আক্রান্ত। এটি দুরারোগ্য জিনগত রোগ। যা তার হাড়গুলোকে অত্যন্ত ভঙ্গুর করে তোলে।

পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্পর্শ নিয়মিত ব্যায়াম করতে শুরু করেন। তার পায়ের হাড়ে ধীরে ধীরে ফ্র্যাকচার বেড়ে যাচ্ছিল। এরই মধ্যে ১৪০ টিরও বেশি ফ্র্যাকচার এবং একাধিক রড সার্জারি হয়েছে তার। পুরো শরীরে ২২টি স্ক্রু এবং আটটি রড লাগানো হয়েছে।

এজন্য চিকিৎসক তাকে পা উঁচু করে রাখার ব্যায়াম করার পরামর্শ দেন। এই ব্যায়াম করতে প্রথমে খুব কষ্ট হলেও ধীরে ধীরে সময় বাড়তে থাকে। এটি তার রেকর্ড গড়ায় সাহায্য করেছে। শুরুতে এক ঘণ্টা পা উঁচু করে রাখার পরিকল্পনা ছিল স্পর্শর। তবে এক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তিনি খুব স্বাভাবিকভাবেই পা উঁচুতে ধরে রাখতে পারছিলেন। এরপর সেই সময় গড়ালো ২ ঘণ্টায়।

ব্যস, ১৯ বছর বয়সী স্পর্শ শাহ। শারীরিক প্রতিবন্ধকতাকেই সফলতার অস্ত্র বানিয়ে নিলেন।

শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খেলাধুলা, শক্তি এবং ভ্রমণের রেকর্ডের জন্য ২৩টি নতুন বিভাগ চালু করেছে গিনেস কর্তৃপক্ষ।

২ ঘণ্টা পা উঁচু করে রাখার রেকর্ডটি করেন স্পর্শ এবছরের ২১ জুলাই। যদিও গিনেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বীকৃতি আসতে সময় লেগেছে কিছুদিন।

আরও পড়ুনঃ জ্যোতির্বিজ্ঞানীরা গভীর মহাকাশে আলোর সবচেয়ে উজ্জ্বল ঝলকানি দেখে বিস্মিত

বিশ্বরেকর্ড করতে রং মেখে সবচেয়ে ‘কালো মানুষ’ সাজা!

Previous article

ই-ক্যাবের কর্মশালায় উপকমিটিগুলোর আগামী এক বছরের কর্ম পরিকল্পনা

Next article

You may also like

1 Comment

  1. […] আরও পড়ুনঃ শারীরিকভাবে প্রতিবন্ধী স্পর্শ শাহ’র … […]

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *